মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শুত্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কুনিমোড়া বাজারস্থ ব্রাহ্মণবাজার টু শমশেরনগরগামী রোডের কুনিমোড়া ব্রিজের উপর থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, রাহুল কুর্মী (২৭) ও রাহুল অলমিক (২৫)। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। আটক দুই মাদক কারবারির বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য বাংলাদেশে নিয়ে এসেছে বলে জানায়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়া থানায় মামলা দায়েরের পর শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।