শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শী অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর বাস্তবায়নে ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিকের সঞ্চালনায় প্রদর্শনী উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুস ছামাদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। প্রদর্শনীতে বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে।