শ্রীমঙ্গলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্টিত


প্রতিবেদন,আমিনুর রশীদ চৌধুরী রুমন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ৩য় বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রয়ারি) বেলা ২টা থেকে মধ্যেরাত পর্যন্ত মৌলভীবাজার রোডের রূপসপুর জামে মসজিদে এ ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট রাখালগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওঃ মুফতি শিহাব উদ্দিন (আলীপুরি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদ এর খতিব হযরত মাওঃ হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী, শ্রীমঙ্গল রূপশপুর জামে মসজিদের খতিব হযরত মাওঃ হাফিজ জুনায়েদ আহমেদ ইসলাহী। মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য মো,শাহ আব্দুল আজিজ, হাজী আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লাহ, মো মোবাশ্বির চৌধুরী, শ্রীমঙ্গল শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মো, নাজমুল হক চৌধুরী, সহ সভাপতি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মানিক মিয়া, মোবারক হোসেন লিটন, মো: বেলাল হোসেন, আব্দুস শহিদ সাজু প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন