মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে দর্শক সমাগম ঘটাতে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) টুর্নমেন্টের দর্শক সমাগম বাড়াতে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সজ্জিত একটি পিকআপে করে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হচ্ছে। দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলায় প্রচারণা শেষে প্রচারণার পিকআপ শুভাযাত্রাটি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালায়। পরে টুর্নামেন্টের আকর্ষণীয় সোনালী ট্রফিটি শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। ট্রফি প্রদর্শনকালে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, খোয়াব শ্রীমঙ্গল শাখার সভাপতি দেলোয়ার হোসেন রাহিদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক প্রমূখ। এছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আগামী ১ মার্চ মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে এবং সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এ টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে একটি করে টিম অংশগ্রহণ করবে। টুর্নমেন্টটি সফল করতে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ড কাপ ক্রিকেট টুর্নমেন্ট দর্শক সমাগম ঘটাতে প্রচারণা
শেয়ার করুন