শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১ মার্চ) রাতে শ্রীমঙ্গল থানার এএসআই মো: আব্দুল হান্নান অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিল এলাকা থেকে ২বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জসিমউদ্দিন ফুলছড়া চা বাগানের সিদ্দিক মিয়ার ছেলে। অন্য এক অভিযানে এএসআই মো: নজরুল ইসলাম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছরোড এলাকা থেকে জিআর-৭৭৬/১৬ এর পরোয়ানাভুক্ত আসামি মো: ইমান আলীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মো: ইমান আলী শহরতলীর সুইনগইড় (খাসগাঁও) এলাকার মো: আনোয়ার হোসেন এর ছেলে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন