মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ মার্চ) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে মনোরম পরিবেশে ৩টি পরীক্ষা কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাইপর্ব শেষ করে ৫৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মো: আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) এ এন এম মারুফ আব্দুল্লাহসহ নিয়োগ বোর্ডের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
মৌলভীবাজারে কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা অনুষ্টিত
শেয়ার করুন