মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায় দোল উৎসব ও দীক্ষা দান অনুষ্টিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবুজবা এলাকায় বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষণ চক্রবর্তী ও গৌরাঙ্গ চক্রবর্তী উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত প্রভু গুরু রাজ কিশোর গোস্বামী ।
অনুষ্ঠানে ধর্ম আলোচনা, ধর্মীয় সংকীর্তন, ভগবানের চরণে আবির দান ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। সবুজবাগ নিবাসী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী জানান, প্রভুপাদ গুরু রাজ কিশোর গোস্বামী জগতের মঙ্গল কামনায় পূজার্চনায় অংশ নেন। পরে তিনি ধর্মসভায় বক্তব্য রাখেন। এ সময় শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক ভক্ত উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে দোল উৎসব ও দীক্ষাদান অনুষ্টিত
শেয়ার করুন