মৌলভীবাজার প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩।
এ উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় শ্রীমঙ্গল উজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এসময় উপজেলা প্রকৌশলী ইউছুফ হোসেন খান, ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের ইনচার্জ আবু তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি মো. আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
শেয়ার করুন