শ্রীমঙ্গলে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার (১২ মার্চ) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার এর দিক নির্দেশে এসআই এহসানুল হক হীরা অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরতলীর ভুরভুরিয়া চা বাগান এলাকা থেকে গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভিমসী গ্রামের সমর রায়ের ছেলে সুমন রায়, শাহীবাগ এলাকার শহীদ মিয়ার ছেলে ফারুক মিয়া ও উত্তরসুর এলাকার অনু পালের ছেলে উজ্জল পাল। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৬৭৬ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
শেয়ার করুন