মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ট্রীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি, হুইল চেয়ার ও বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নকৃত বিশেষ এলাকা ( পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ – গোষ্ঠীর জন্য উপহার ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ৩৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, উচ্চ মাধ্যমিক ৩০ জন শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ৬০০টাকা করে মোট দুই লক্ষ ৮৮ হাজার টাকা, মাধ্যমিক ৪০ জন শিক্ষার্থীর মাঝে ৬ হাজার টাকা করে মোট দুই লক্ষ ৪০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রাথমিক ৪০ জন শিক্ষার্থীর মাঝে ২৪০০ টাকা করে মোট ৯৬ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও হুইল চেয়ার বিতরণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ট্রীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ
শেয়ার করুন