মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬১৬জন চা শ্রমিকদের মাঝে এককালীন অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ মাচর্) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজকল্যাণ কমিটির অর্থায়নে চা শ্রমিকদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জনপ্রতি ৫ হাজার টাকা করে ৬১৬ জন চা শ্রমিককে ৩০ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, বিজয় বুনারজি, দেবাশীষ দেব। এছাড়াও অনুষ্টানে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ ও চা শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।