টরন্টো (কানাডা) প্রতিনিধিঃ
উত্তর আমেরিকার বাংলাদেশিদের সর্ববৃহৎ বেডমিন্টন আয়োজন “স্বাধীনতা কাপ দ্বৈত (পুরুষ) বেডমিন্টন চেম্পিয়ানশিপ টুর্ণামেন্ট” এর ৫ম আসর ১২ই মার্চ, রবিবার কানাডার টরন্টো শহরের Epic Sports Complex এ সফলতার সাথে সমাপ্ত হয়।
কানাডা এবং আমেরিকার মোট ৮০জন খেলোয়াড় এই টুর্ণামেন্টে অংশগ্রহন করেন। টুর্ণামেন্টটি ৪৫+ বয়সীদের গ্রুপ এবং সাধারন গ্রুপ এই দুটি গ্রুপে ভাগ করা হয়।
৪৫+ গ্রুপে চ্যাম্পিয়ন হন টরন্টো, কানাডার ইফতি এবং রুবেল জুটি এবং রানার্স আপ হন মিশিগান, আমেরিকার শায়েল এবং আলাল জুটি।
সাধারন গ্রুপে চ্যাম্পিয়ান হন নিউ ইয়র্ক, আমেরিকার কাদির এবং জাহিদ জুটি এবং রানার্স আপ হন টরন্টো, কানাডার শাকিল এবং সুহেল জুটি।
আমেরিকান ২০টি ও কানাডিয়ান ২০টি দল নিয়ে টুর্ণামেন্টটি আয়োজন করেন বাংলাদেশি কানাডিয়ান স্পোর্টস ক্লাব, টরন্টো, কানাডা। দিনব্যাপী এই আয়োজনটি প্রায় হাজার খানিক দর্শক উপভোগ করেন।