মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টায় গোপন সুত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এএসআই শাহাবুদ্দিন এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুরের হাওর বাজার থেকে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেন। আটককৃতরা হলেন, বশির মিয়া (৩৫) ও নেকবর আলী (৩৬)। এসময় আটককৃত দুই মাদক কারবারির কাছ থেকে ৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেন ডিবি সদস্যরা। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য দেশে নিয়ে আসেন। এ ঘটনায় আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ২
শেয়ার করুন