রাজনগরে শিক্ষার্থীদের দৃষ্টি শক্তি পরিক্ষা ও চিকিৎসা কার্যক্রম প্রকল্পের উদ্বোধন

প্রতিবেদন, আউয়াল কালাম বেগ, রাজনগর:

মৌলভীবাজারের রাজনগরে করতল লতিফা খাতুন আমিরুন্নেছা দাখিল মহিলা মাদ্রাসা ও ফুলকুড়ি কেজি স্কুলের সৌজন্যে এবং রাজনগর ওয়েলফেয়ার
সোসাইটি ইউ কে (বিডি) শাখার আয়োজনে শিক্ষার্থীদের বিনামূল্যে দৃষ্টি শক্তি পরিক্ষা ও চিকিৎসা কার্যক্রম প্রকল্পের উদ্বোধন করা হয়েছ। ১৬ মার্চ ( বৃহস্পতিবার) করতল লতিফা খাতুন আমিরুন্নেছা দাখিল মহিলা মাদ্রাসায় এর উদ্বোধন করেন
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে শাখার সভাপতি আব্দুল হান্নান তরফদার মসুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর ওয়েল ফেয়ার সোসাইটি ইউকে বিডির শাখার সভাপতি ছালিখ আহমেদ সিদ্দিকী, সহসভাপতি আকলু মিয়া চৌধুরী, সহসভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদে, কোষাধ্যক্ষ আব্দুল মোক্তাদির মুক্তা, প্রচার সম্পাদক মহসিন আহমেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমদ প্রমুখ। এসময় বিএনএসবি বিএএসই চক্ষু হাসপাতাল মাতারকাপন মৌলভীবাজার এর বিশেষজ্ঞ ডাক্তাররা ৫০০ শতজন শিক্ষার্থীকে সকল প্রকার চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।

শেয়ার করুন