মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন কতৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে শিক্ষার্থীদের আয়োজনে ও অংশগ্রহনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্টানে আমন্ত্রিত অতিথিদের অনুপ্রাণিত করে।
শুত্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্টানে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মৃগাঙ্ক বনিকের সভাপতিত্বে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র দেবজিৎ দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী অজন্তা দেবী সন্ধি, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান শিহাব। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী খাইরুনেচ্ছা চৌধুরী আনিকা। বক্তারা জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা সভাটিতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি ও সঞ্চালনা দিয়ে সাজানো হয়। অনুষ্টানে উপস্থিত মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনসহ আমন্ত্রিত সকল অতিথি ও দর্শক মুগ্ধ হন শিক্ষার্থীদের সাজানো বিশেষ আলোচনা সভাটি দেখে।
দর্শকদের মুগ্ধ করে জাতির পিতার জীবনী নিয়ে স্কুল শিক্ষার্থীদের বিশেষ আলোচনা সভা
শেয়ার করুন