পথচারীদের হাতে ইফতার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ!

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ

নিজ চোখে দেখা ব্যতিক্রমী উদ্যোগ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন ধরণের আনুষ্ঠানিকতা বা জানান না দিয়েই কিছু ইফতারী নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে পড়লেন এবং কিছু পথচারীদের হাতে ইফতার তুলে দিলেন।
পথচারীদের হাতে কিছু ইফতার পৌঁছে দেয়ার অদম্য ইচ্ছার প্রতিফলন। ব্যক্তিগত এমন ইচ্ছে হতে দেরি কিন্তু কাজটি দেরী করলেন না শ্রীমঙ্গল উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
১লা রমজানেই কিছু ইফতার নিয়েই দাড়িয়ে পরলেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনে। এভাবে হয়তো শতাধিক পথচারীর হাতে তিনি ইফতার পৌঁছে দিয়েছেন। নিঃসন্দেহে একটি মহৎ ইচ্ছার বহিঃপ্রকাশ।
খেজুর কিনে বাসায় আসতে দৃশ্যটি চোখে পড়লো। যা দেখেছি, তাতেই আমার মনে হয়েছে, হয়তো বিষয়টি এমন। কোন প্রশ্ন না করে দাঁড়িয়ে শুধু দেখলাম, ভালো লাগলো। হয়তো উনাকে আগামী কাল দেখা যাবে শহরের অন্য কোন এলাকায়।
এমন উদ্যোগের জন্য শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে অবিরাম শুভেচ্ছা ও নিরন্তর শুভ কামনা রইলো।
শেয়ার করুন