২০ হাজার করে টাকা পেলেন ভোলার অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষক

মোঃ ফাহিম মোল্লা, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার অবসরপ্রাপ্ত ১৪ জন শিক্ষককে ২০ হাজার টাকা করে দিয়েছে দেশের আলিয়া মাদ্রাসাসমূহের শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন। শুক্রবার (৩১ মার্চ) সংগঠনের চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল মাদরাসার মাঠে অনুষ্ঠিত সাধারণ সভা ও ইফতার মাহফিলে শিক্ষকদের হাতে এই টাকার চেক তুলে দেওয়া হয়।

সংগঠনটির চরফ্যাশন উপজেলার সভাপতি অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন হুমায়ূন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামানে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহাম্মদ শুভ্র, চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক। এছাড়াও ইফতার মাহফিল ও সভায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন