চরফ্যাসনে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৮

চরফ্যাসন, (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছে। রোববার (২ এপ্রিল) সকাল ১০ টায় দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে  ঘোষ বাড়ি সংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জামাল( ৪০), তৈয়ব আলী( ৩২), আইয়ুব আলী (৩৫), মোহাম্মদ আলী( ২৫), সাজেদা (৩৮) কুলছুম (৪২), ছালমা( ২৭), জাহাঙ্গীর( ৩০)। 

আহত সবাইকে প্রথমে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হলেও তাদের মধ্যে ৬ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। এ ঘটনায় দুলারহাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।  

হামলায় আহত কুলছুম অভিযোগ করে বলেন,  দখলীয় ১৪৪ শতাংশ জমিতে আমরা চাষ করতে গেলে  প্রতিপক্ষ নুরুল ইসলাম সাজি ও তার সন্ত্রাসী বাহিনী রফিক সাজি , কাদের সাজি ,বিল্লাল সাজি ,মিজান সাজি, আলাউদ্দিন সাজি, ছালাউদ্দিন সাজি , মাইনুদ্দিন সাজি সিদ্দিক সাজি, রাহাত সাজি, নবী সাজি, হাসান সাজি, এমরান সাজি,  রাজুসহ আরো ১৫-২০ জন বহিরাগত লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। 

অভিযুক্ত নুরুল ইসলাম সাজির ছেলে কাদের সাজি জানান, জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, চর নুরুল আমিনে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোন  অভিযোগ পাইনি, অভিযোগ  পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন