মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর দায়িত্ব গ্রহন

মৌলভীবাজার প্রতিনিধি

চায়ের দেশ ও পর্যটন জেলা মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ড. উর্মি বিনতে সালাম। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নতুন জেলা প্রশাসক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে গতকাল ৩ এপ্রিল সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন ড. উর্মি বিনতে সালাম। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক প্রমূখ। রোববার ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

শেয়ার করুন