এক ঝাঁক তরুণের ব্যতিক্রমী উদ্যোগ, আনন্দ উল্লাসের সময় কাটে সেবায় ও কল্যাণে

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
‘দ্যা হেল্পিং উইং’ শ্রীমঙ্গলের একদল উচ্ছল তরুনদের গড়া মানবিক সংগঠন। কলেজ পড়ুয়া এক ঝাঁক ছাত্র-যুবক আনন্দ উল্লাস খুঁজে পেয়েছে সেবা ও কল্যাণে।
বৈকালিক আড্ডা, ঘুরাঘুরি আর আনন্দ উল্লাস, সুন্দর সময় কাটানোর উপজীব্য বিষয়গুলো এমনই। বিশেষ করে ছাত্র যুবকদের বৈকালিক সময়টা কাটে একান্ত তাদের নিজের মত করে। কোন বাধা নিষেধকেই তারা তোয়াক্কা করে না। এটাই জাগতিক নিয়ম।
অথচ সেই আনন্দ উল্লাসময় নিয়মকে উপেক্ষা করে ঠিক সেই সময়টাতে দলছুট কিছু তরুণ দ্বায়িত্ব নিয়েছে মানুষের কল্যাণ ও মানবিক কর্মে। জগতে এমন নজির হয়তো কম আছে।
অসহায় মানুষকে কিছুটা স্বস্তি দিতে একদল তরুণ, যারা কলেজ পড়ুয়া শিক্ষার্থী হয়েও শ্রীমঙ্গলে গড়ে তুলেছে সমাজ কল্যাণমূলক মানবিক সংগঠন ‘দ্যা হেল্পিং উইং’।
সেই ভাবনায় ২০২১ সালের রমজান মাস থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ২ টাকায় ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে তারা যাত্রা শুরু করে। এবার তৃতীয় বারও প্রথম রমজান থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে তারা ইফতার বিতরণ করে আসছে।
শুধু তাই নয়, এই তরুণরা করোনাকালীন লকডাউনের সময় অসহায় এক দরিদ্র ব্যক্তির হাতে ১টি রিকশা তুলে দিয়েছিল। ছিন্নমূল শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে তারা পরম তৃপ্তি খোঁজে পায়। ঈদ উৎসবে ছিন্নমূল ও দারিদ্র্য শিশুদের নতুন জামাকাপড় পড়িয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়।
আরও অনেক মানবিক কর্ম তারা করেই যাচ্ছে। সীমাহীন পরিশ্রম করে যেমন অর্থ সংগ্রহ করছে তেমনি এই অর্থ দিয়ে মানুষের কল্যাণে নিজেদের উজার করে দিচ্ছে। বাহ! বাহ! বেশ। তারাই পারবে অন্যদের নতুন পথ দেখাতে। সমাজের সবাই যখন নিজেদের নিয়ে ভিষণ ব্যস্ত, তখনই সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কোন কাজটি মানবিক, কোম কাজটি মানব কল্যাণে, কোন কাজটি জন্য রয়েছে আমাদের সামাজিক দ্বায়বদ্ধতা।
গত ১২ রমজান মঙ্গলবার(৪ এপ্রিল) ‘দ্যা হেল্পি উইং’ এর ধারাবাহিক ইফতার বন্টনের আজ ১২তম দিনে শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকায় বেদে পল্লীতে তারা ইফতার বিতরণ করলো। যা কেউ কল্পনাও করতে পারনি।
এ সময় উপস্থিত ছিলো, সংগঠনের কো-অর্ডিনেটর ফারহান হোসেন চৌধুরী আরিয়ান, মডারেটর তাসনীম চৌধুরী, অর্নিবাণ রায়, রাকান চৌধুরী, রিমু চৌধুরী, বিজয় চৌধুরী, তানিম চৌধুরী রাদিন, ওয়াসিফ আহমেদ, অর্নব দেব, রকিব মিয়া, হৃদয়, সৌমিত্র দাস প্রমুখ।
তারা জানায়, সকলের সহযোগিতা ও ভালবাসা পেলে তাদের প্রচেষ্টা সার্থক হবে এবং কাংখিত লক্ষ্যে পৌঁছানোর পথটি সুগম হবে।
‘দ্যা হেল্পিং উইং’ শ্রীমঙ্গলের কার্যক্রম এভাবেই এগিয়ে যাক গরিব, দুঃখী ও অসহায়দের পাশে থেকে। সবার ভালোবাসায় সিক্ত হোক দ্যা হেল্পিং উইং’ শ্রীমঙ্গলের এক ঝাঁক তরুণ।
শ্রীমঙ্গলবাসীর সর্বাত্বক সহযোগিতায় ‘দ্যা হেল্পিং উইং’ এর তরুণ তারকারা সমাজে দ্রুতি ছড়িয়ে আলোকিত করবে গোটা শ্রীমঙ্গল। নেতৃত্ব দিবে সকল শুভ কাজে, এমন আশা সচেতন সকলের।
শেয়ার করুন