শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামিসহ গ্রেপ্তার ১৩


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক পৃথক কয়েকটি অভিযানে নিয়মিত মামলা ও পরোয়ানাভূক্ত আসামিসহ ১৩ গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) মধ্যরাতে শ্রীমঙ্গল থানা এসআই রফিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মামলা নং-০৭(৪)২৩ এর পলাতক আসামি সালাম মিয়া ও কালাম মিয়াকে গ্রেপ্তার করেন। অপর আরেকটি অভিযানে এসআই আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাসসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআর-৪৫/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামি আলকাছ মিয়া, মো: বুলবুল আহমদ ও মো: ফেরদৌস আহমেদকে আটক করেন। অন্য একটি অভিযানে সিআর-৫৯৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামি দেলুয়ার মিয়া, জয় বানু, জাহানারা বেগম, কেবল মিয়া, আলীম উদ্দিন, ফুল মিয়া ও গোল বানুকে গ্রেপ্তার করেন। এছাড়াও জিআর-২৫৪/২১ এর পরোয়ানাভুক্ত আসামি যতন দাশকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃত ১৩ আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ৬ এপ্রিল সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন