শ্রীমঙ্গলে ৭০০ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পশ্চিম লালবাগ গ্রামের মুরব্বীদের উদ্যোগে ৭০০জন অসহায় রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উত্তর উত্তরসুর পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ গ্রামের মুরব্বীদের উদ্যোগে স্থানীয় ৭০০জন অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। পরে আরো ৪০০ মুসল্লীদেরকে নিয়ে মসজিদে মিলাদ, দোয়া ও ইফতার অনুষ্টিত হয়।
দোয়া মাহফিল ও ইফতারে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুদু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ও মনাইউল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মো: আবুতালেব বাদশা। আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আবুতোয়াহিদ আকাশ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন, মাওলানা কারী মো: আব্দুল হক, মাওলানা কারী মো: আব্দুল রূপ, মাওলানা কারী মো: আহমদ আলী ও হাসু মিয়া প্রমূখ।

শেয়ার করুন