দোয়ার মাধ্যমে হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্টঃ

পবিত্র মাহে রমজানে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হল ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম খাম খোকনের জুম এপ্স্ হোস্টিংয়ের মাধ্যমে ৬ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল কুদ্দুছ চৌধুরী।

ধর্ম বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমদ রাসেলের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ভার্চুয়াল সভা পরিচালনা করেন সহ-সাধারন সম্পাদক লুৎফুর রহমান। আলোচনায় অংশগ্রহন করেন পরিষদের উপদেষ্ঠা আবুল কালাম, সাবেক সভাপতি গাজী ফয়ছল আহমদ, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ লিটন, সহ-সভাপতি ইছমত আলী, সহ-সাধারন সম্পাদক রফিক আহমদ সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ, সহ-অর্থ সম্পাদক আহমদ মদরিছ আলী রাসেল, গণ-সংযোগ বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, প্রচার সম্পাদক হোসেন আহমদ জায়েদ, সদস্য মাসুক মিয়া, সদস্য সুহরাব আলী, সদস্য চেরাগ আলী, সদস্য সালাউদ্দিন, সদস্য এমদাদুর রহমান বুলবুল, সদস্য রুবেল হোসেন, সদস্য রুবেল মিয়া, সদস্য মোঃ কবির মিয়া, সদস্য মোঃ আকমল হোসেন প্রমূখ।

তাছাড়া আরও সম্পৃক্ত ছিলেন উপদেষ্টা এম. এ. আহাদ, পৃষ্টপোষক আব্দুল করীম উবায়েদ, সাধারন সম্পাদক মোঃ কাওছার আলী, সহ-অর্থ সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, সদস্য মোঃ জসীম উদ্দিন, সদস্য মোঃ সাজ্জাদ হোসেন সাজু, সদস্য মোঃ তানিম, সদস্য মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ কামিল মিয়াসহ আরও অনেকে। টেকনিক্যাল সমস্যার জন্য পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিনিয়র উপদেষ্টা আহমদুর রহমান নোমান, উপদেষ্টা মোঃ আমির আলী এবং পৃষ্টপোষক মোঃ মশহুদ মিয়া এবং অসুস্থতার জন্য সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল ইসলাম সম্পৃক্ত হতে নাপারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

প্রসঙ্গত, ২ এপ্রিল ২০২০ইং সালে করোনা মহামারির সময় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন হাজীপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত “১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ” এর এটি দ্বিতীয় পরিচালনা পরিষদ। গত ৩ বছরে এই সংগঠনটি হাজীপুর ইউনিয়নের গরীব, দুঃস্ত, অসহায় এবং পিছিয়েপড়া হাজীপুরবাসিদের মধ্যে প্রায় ২৫ লক্ষ টাকার সাহায্যের হাত প্রসারিত করেছে।

আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচী নিয়েও আলোচনা করা হয়। পরিশেষে, বাংলাদেশ সময় রাত ২টায় পরিষদের সহ-অর্থ সম্পাদক আহমদ মদরিছ আলী রাসেল এর মোনাজাতের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন