মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১০

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ পৃথক পৃথক ৬টি অভিযানে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মশিউর রহমান ও পুলিশ পরিদর্শক (অপা:) মো: আবুল কালাম তত্বাবধানে এসআই রতন কুমার হালদার এর নেতৃত্বে সদর উপজেলার অভিযান চালিয়ে  সাজা প্রাপ্ত পলাতক আসামি উজ্জল মিয়া ও জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়। এসআই জাকির হোসেন রুবেল এর নেতৃত্বে এএসআই সাইদুর,  এএসআই মোশাহিদ কামাল অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত আসামি ছইদুল হোসেন ও মুক্তার মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসআই কাঞ্চন দাস এর নেতৃত্বে এএসআই সুখলাল দাস, এএসআই মো: মোদারিছ মিয়া অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মো: আলমগীর মিয়াকে গ্রেপ্তার করেন। এসআই মো: আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এএসআই জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও কনস্টেবল রোপন মিয়াদের সহায়তায় পরোয়ানা ভুক্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এএসআই আনোয়ার হোসেন এর নেতৃত্বে এএসআই  সাজ্জাদ হোসে ও কনস্টেবল আব্দুল্লাহদের সহায়তায় অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আছাদ আলীকে গ্রেপ্তার করা হয়। এসআই সৈয়দ বশির আহমদ এর নেতৃত্বে, এএসআই সাকির হোসেন, এএসআই জহুরুল ইসলাম, কনস্টেবল ওয়াশিমুল বারীদের সহায়তায় পলাতক আসামী সমছু মিয়া, ওয়াশিম মিয়া ও  জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন