মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ৮ এপ্রিল (শনিবার) দিবাগত রাতে নগরকান্দা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুইটি জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে ও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৭ জন আসামী সহ মোট ১৩ জনকে আটক করে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেনের দিকনির্দেশনায় এস আই আজিজ এর নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশের একদল চৌকস পুলিশ টিম এই অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করেন। আটককৃত আসামীদের ৯ এপ্রিল (রবিবার) সকালে ফরিদপুর কোর্টে প্রেরণ করেন।
আটককৃত ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন, ১. হাবিদুর রহমান শিশির, পিতাঃ হাবিবুর রহমান হারুন, গ্রামঃ সলিথা, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর (পারিবারিক আদালত ভাঙ্গা পাঃ জারি ৮/২২), ২. শাহ আলম, পিতাঃ মোসলেম মাতুব্বর, গ্রামঃ হিয়াবলদী (না, শু ২৩/১৮), ৩. দেলোয়ার শেখ (৬৫) পিতাঃ মোঃ মোজাহার শেখ, গ্রামঃ ধামদরদী, নগরকান্দা (জিআর ২৮/২৩), ৪. মোঃ সরোয়ার শেখ (৫৭) পিতাঃ মৃত মোজাহার শেখ, গ্রামঃ ধামদরদী, ৫. শফিকুর শেখ, পিতাঃ দেলোয়ার শেখ, ৬. রবিউল শেখ, পিতাঃ ছালাম শেখ, গ্রামঃ কোদালিয়া এবং ৭. ওদুদ শেখ, পিতা হাসেম শেখ, গ্রামঃ নিখোড়হাটি।