জালালাবাদ বার্তা ডেস্কঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল ইউনিয়নব্যাপী ক্বীরাত প্রতিযোগিতা। ৪ এপ্রিল, মঙ্গলবার (১২ রমজান) শুরু হওয়া এই প্রতিযোগিতার সফল সমাপ্তি হয় ১০ এপ্রিল (সোমবার)।
হাজীপুর ইউনিয়নের স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেন সৌদি আরব প্রবাসী, ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব নুরুল ইসলাম নাহিদ।
প্রথম রাউন্ডে মোট ১০৬ জন প্রতিযোগির মধ্যে বিচারকদের সুদক্ষ রায়ে মাত্র ২৫ জন দ্বিতীয় রাউন্ডে উন্নীত হন। এদের মধ্যে ১ম থেকে ৬ষ্ঠ স্থান অর্জনকারি ৬জনকে নগদ অর্থসহ পুরস্কার প্রদান করা হয়।
১০ এপ্রিল (সোমবার), পীরের বাজার মা-মণি কমিউনিটি সেন্টারে আয়োজিত ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি হাসান বিন মুসলেহ্উদ্দীন এবং হাফিজ আহমদ হাবিব সাকিন। বিচারকদের রায়ে প্রথম স্থান অধিকার করেন নাঈমুর রহমান সিয়াম, ২য় হন মুজাক্কির আহমদ। মুজাহিদুল ইসলাম, হিবজুর রহমান তুহিন, মোছাদ্দিকুর রহমান এবং মাহফুজুর রহমান নাহি যথাক্রমে ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ হন।
যাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ক্বীরাত প্রতিযোগিতা সফলভাবে পরিসমাপ্ত হয় তারা হলেন, মোঃ সুরমান আলী, মোঃ অলিউর রহমান, মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মোহাম্মদ ইমরান, মোঃ আখতারুজ্জামান সহ আরও অনেকে। সম্পূর্ণ আয়োজনটি পরিচালনা করেন মোঃ শাকিল আহমদ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল, সিটি ট্রাভেল্স এল্ড অনলাইন সার্ভিস, এয়ারপোর্ট রোড, শমশের নগর।
হাজীপুর ইউনিয়নে এই ধরনের আয়োজন এই প্রথম। আয়োজক নুরুল ইসলাম নাহিদ জালালাবাদ বার্তাকে জানান, এখন থেকে প্রতি রমজানে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি। ১ম বারের এই আয়োজনে কোনও ভুল-ত্রুটি হয়ে থাকলে তিনি সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।