প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ ক্যাম্পের অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার গভীর রাতে র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেন। আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের কুতুব উল্লার ছেলে মো: মামুনুর রশিদ (২৪) ও পূর্ব লামুয়া গ্রামের রহমত মিয়ার ছেলে ইমরান মিয়া (২৩)। আটক মামুন ও ইমরানের কাছ থেকে ২৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র্যাব সদস্যরা। র্যাব-৯ শ্রীমঙ্গল মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংস্লিষ্ট ধারায় মামলা দয়েরের পর আলামতসহ শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। সকালে শ্রীমঙ্গল থানা পুলিশ আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।