সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিঃ
কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ছাড়াও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে তার আপন কর্মকাণ্ডে। আগামি দিনে এমন মানবিক কাজ এ সংগঠন অব্যাহত রাকবে। সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজারের কুলাউড়া প্রবাসীদের প্রাচীন ও মূল সংগঠন কুলাউড়া সমিতির ইফতার পূর্বক আলোচনায় এ কথা বলেছেন বক্তারা।
সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ সমিতি শারজাহ্’র হলরুমে আয়োজিত এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ। সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মজুমদার ও সহ সভাপতি ইসমত আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আলহাব এম এ বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ্’র সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, কুলাউড়া সমিতির প্রধান পৃষ্টপোষক মুছব্বির আলী বাদশাহ, উপদেষ্টা জালাল উদ্দিন মন্তর, উপদেষ্টা মখলিছ মিয়া, উপদেষ্টা ক্বারী আবু রুকিয়ান, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার, সহ সভাপতি রেজাউর রহমান রাজ্জাক, পৃষ্ঠপোষক আলিম উদ্দিন, শামিম আহমেদ, আল হিয়াম গ্রুপের চেয়ারম্যান এম এ কুদ্দুস খাঁ মজনু, বাংলাদেশ সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম, জাহাঙ্গীর আলম, আজগর আলী, মসুদ আলী, আব্দুল গফফার রুবেল, নুরুল ইসলাম, নাসির, নিজাম, খোকন, রুবেল, রফিকুল ইসলাম, লিটন মজুমদার, আবু তাহের সায়েম, জাহাঙ্গির আলি, আকবর আলি সহ উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফ খান হিরন। কোরআন তেলাওয়াত করেন হামদান নাহিয়ান। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দেশ বরেণ্য ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল আহাদ জিহাদি।