ঠাকুরগাঁওয়ে অধিক সার মজুত রাখার দায়ে জরিমানা

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বরাদ্দকৃত সারের চেয়ে অধিক ইউরিয়া সার মজুদ রাখার দায়ে জরিমানা করা হয়।

১১ এপ্রিল (মঙ্গলবার) বিকালে সদর উপজেলার সালন্দর কচুবাড়ী বোড অফিস বাজারের মেসার্স সালাম ট্রেডার্সের ম্যানেজার মোঃএহসান হাবীব (৩৫) কে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম।

জানা যায়, ওই প্রতিষ্ঠানে ইউরিয়া বরাদ্দকৃত সারের চেয়ে অধিক পরিমানে মজুত রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পেয়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) (৩) ধারায় প্রতিষ্ঠানের ম্যানেজার এহসান হাবীবকে ১৫ টাকা টাকা জরিমানা করে ভ্রাম্যামান আদালত।
শেয়ার করুন