মৌলবীবাজার প্রতিনিধি
সিলেট বিভাগের শ্রেষ্ট কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের ইউনুছ মিয়া।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা মৌলভীবাজারের কোর্ট পুলিশ পরিদর্শক মো: ইউনুছ মিয়ার হাতে সম্মাননা সনদ ও পুরস্কার হিসেবে অর্থ তোলে দেন। পুরস্কার ও সম্মাননা পত্র বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ সিলেট রেঞ্জ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।