শ্রীমঙ্গলে এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের পূনর্মিলনী

প্রতিবেদন,আমিনুর রশিদ চৌধুরী রুমন,শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্র্থী বন্ধুদের পূনর্মিলনী অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় শহরের ভানুগাছ রোডের একটি রেস্টুরেন্টে

দীর্ঘ ১০ বছর পর ২০১৩ ব্যাচের ৬০ থেকে ৭০জন শিক্ষার্র্থী বন্ধু একত্রি হন।

আয়োজকরা জানান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ১৩ ব্যাচ ও মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ ব্যাচের সাবেক স্কুল ছাত্ররা মিলে ১০ বছর পর এ আয়োজন করেন। অনুষ্টানটি পরিচালনায় ছিলেন, চমক দে, রবিন, পরিমল দাস, রুমন চৌধুরী, বিজয় দাস, দেলোয়ার, আরিফ বাশার, নেছার আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগ্রাম পাল, সালাত আহমেদ, পাপ্পু দেব,আমজাদ হোসেন,মিলন আহমেদ,এজাক্স, ফয়সাল আহমেদ, আকাশ দেব, মিলন,রিফাত উল্লা, রাজু, অঞ্জন দেব, মান্নান, সাগর কর, অভিজিৎ, রুবেল, রাসেদ আহমেদ, অজিত দাস, রায়হান বাবু, অন্তর আহমেদ, ইয়াহিয়া, নেছার ২, অজয়, রাম, অধির, রাজন, প্লাবন দেব, তুহিন, লিটন, জাহিদ, মুয়াজ, তোফাজ্জল, জয়নাল, শহিদুর রহমান, সুনিত্য দেব, রাব্বি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন