নগরকান্দায় হামলায় ক্ষতিগ্রস্তদের খোজ খবর নিলেন এমপি শাহদাব আকবর চৌধুরী

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় মুরাদ বাহিনীর নির্মম হামলায় ক্ষতিগ্রস্তদের খোজ খবর নিলেন এমপি শাহদাব আকবর চৌধুরী।
জানা যায়, ৯ এপ্রিল (রবিবার) রাতে উপজেলার ডাঙ্গী ইউনিয়ন এর ডাঙ্গী নগরকান্দা ও বাঙ্গালকান্দা গ্রামে মুরাদ বাহিনী ব্যাপক হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে এবং ২০টি বসত-ঘর ভাঙচুরসহ দুইটি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল ভাঙচুর করে।
১২ এপ্রিল (বুধবার) বিকালে ভুক্তভোগীদের খোঁজখবর নিতে ছুটে আসেন  ফরিদপুর ২ আসের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম সহ স্থানীয় লোকজন।
এসময় জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন এবং এলাকায় কোন সন্ত্রাসীর জায়গা হতে পারেনা বলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করেন।
তিনি হামলায় ভুক্তভোগীরা সহ ডাঙ্গী ইউনিয়ন এর সাধারণ জনগণ মুরাদ বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
শেয়ার করুন