নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩০ অনুষ্ঠিত

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নগরকান্দায় বাংলা নতুন বছর ১৪৩০ সন বরণ করেছে নগরকান্দা উপজেলাবাসী।
নগরকান্দা  উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নগরকান্দা  উপজেলা পরিষদের চত্বর থেকে  বের হয়ে নগরকান্দা  সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নগরকান্দা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) সনিয়া হোসেন জিসান, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন