উপ-নির্বাচনে সংসদীয় ৫টি আসনের জন্য আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত

ডেস্ক রিপোর্টঃ

১৫ এপ্রিল (শনিবার) গণভবনে দলটির সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে এর যৌথ সভায় সংসদীয় ৫টি আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।

প্রার্থীরা হলেন, ঢাকা-১০ আসনে শফিউল ইসলাম মহিউদ্দিন, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার, গাইবান্ধা-৩ আসনে উন্মে কুলসুম, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান এবং বাগেরহাট-৪ আসনে আমিরুল ইসলাম মিলন।

আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

শেয়ার করুন