বিশেষ প্রতিনিধিঃ
“সুন্দর সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য” এই স্লোগানকে বুকে ধারণ করে মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে গঠিত হয় প্রবাসী সমাজকল্যাণ ট্রাস্ট।
প্রতি বছরের ন্যায় ১৫ এপ্রিল (শনিবার) এবারও এই ট্রাস্টের অর্থায়নে পবিত্র রমজান উপলক্ষে গরীব, অসহায় এবং হতদরিদ্র ৭০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী সমাজকল্যাণ ট্রাস্ট ভবিষ্যতে আরও বড় পরিসরে শরীফপুরবাসির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাস্টের সভাপতি শফিকুর রহমান এবং সাধারন সম্পাদক আজমল আলী।