এবার বিনা টিকেটে বা ছাদে কোনও যাত্রী নয় -রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

এবারে ঈদুল ফিতর উপলক্ষে বিনা টিকেটে বা ছাদে চড়ে কোন যাত্রী যাবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

১৬ এপ্রিল (রবিবার) ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবারে যাতে কোনও বিনা টিকেটের যাত্রী ট্রেন চড়তে না পারে সেজন্য স্টেশনের ভিতরে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। স্টেশনে প্রবেশকালে টিকেট চেকিং করা হবে বলে জানান তিনি।

সিডিউল বিপর্যয় হবে কিনা এ প্রশ্নে রেলমন্ত্রী জানান, আমাদের দেশে তো অধিকাংশই সিঙ্গেল লাইন, তার ওপরে প্রচণ্ড গরমে লাইন বেঁকে যাবার সম্ভাবণা থাকায় ট্রেন একটু ধীর গতিতে চলে। সেজন্য ট্রেন আসা যাওয়ায় একটু দেরী হতে পারে। তবে যদি বৃষ্টি হয় তাহলে আমরা চেষ্টা করবো ট্রেন দ্রুত গতিতে চালাতে, তখন সিডিউল বিপর্যয় কম হবে।

সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি, তাই তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, এবারে কমলাপুর থেকে প্রতিদিন ৪৫ হাজার যাত্রী যাতয়াত করবে। আর সারা দেশে ৭৫ হাজার যাত্রী প্রতিদিন যাতয়াত করতে পারবে বলে জানান রেলমন্ত্রী। এবারে ঈদে ৫২ জোড়া অর্থাৎ ১০৪ টি ট্রেন চলাচল করবে। যার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হয়েছে।

শেয়ার করুন