বরিশালে নাজেম’স রেঁস্তোরার মালিক কর্মচারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে নাজেম’স রেঁস্তোরার মালিক ও কর্মচারীদের হামলায় ইউরোটেল বিডি’র ৭ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ এপ্রিল (সোমবার) বিকাল ৩টার দিকে নগরের বগুড়া রোডে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন মো. রুবেল, বিকাশ, বাপ্পি, আমিন, ইমরান, মেহেদী ও মিরাজ। আহতদের মধ্যে ৪ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মারামারির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। দুই পক্ষই এ ঘটনায় মৌখিক অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহত ইউরোটেল বিডির কর্মীরা অভিযোগ করেন, সকালে বগুড়া রোডের পেশকারবাড়ি সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এতে তাঁদের সার্ভিসের তার পুড়ে ও ছিঁড়ে যায়। গ্রাহকের সেবা ব্যাহত হওয়ায় কর্মীরা রাস্তার পাশে বসে কাজ করছিল। একপর্যায়ে নাজেম’স রেঁস্তোরার কর্মীরা এসে তাদের ইফতার বিক্রিতে বিঘ্ন ঘটে এই অজুহাতে গালিগালাজ করে সরিয়ে দেয়।

পরে সিনিয়র কর্মীরা জিজ্ঞেস করতে গেলে বাঁশ নিয়ে নাজেম’স রেঁস্তোরার মালিক রেজা, ওয়ার্ড বিএনপি নেতা নুন্নাসহ রেস্টুরেন্টের ১০/১২ জন স্টাফ হামলা চালায়। তবে এ বিষয়ে নাজেম’স রেঁস্তোরার কেউ কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন