কানাডার টরন্টোতে বাংলাদেশী কম্যুনিটিভিত্তিক একটি সু-সংগঠিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও প্রতি বছরের মত এবারও ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করে। ১৬ এপ্রিল (রবিবার) স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত ও সংগঠনের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব তুতিউর রহমান, মরহুম জনাব আব্দুল বাছিত, মরহুম জনাব মোঃ মইজ ঊদ্দীন এবং মরহুম জনাব সাইফুল আলম খান এর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান।
ইফতার ও দোয়া মাহফিলে টরন্টোর মৌলভীবাজারবাসির পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিপি ডলি বেগম, টরন্টোতে প্রতিষ্ঠিত সিলেট বিভাগ এবং বাংলাদেশী কম্যুউনিটির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সভাপতি, সম্পাদক, নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ময়নুল ইসলাম। তাছাড়া নিজাম এনায়েত হোসেন এনু, আব্দুল কাদির, নজরুল আহমদ, কুনুর আলী, মোঃ মনসুর আলী, আব্দুল আলীম, মাহবুব ইসলাম, সুফিয়ান সিদ্দীক জনি, সুমন আহমদসহ মারজান, সায়মন আহমদ, মানিক আহমদ সহ অনেক নবীন স্বেচ্ছাসেবক এবং পরিষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজনটি সফল হয়। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি মিলন আহমদ, দেওয়ান গোফরান চৌধুরী এবং সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব পুরো কার্যক্রমটি তদারকিতে সহযোগিতা করেন।
শত শত ধর্মপ্রাণ মুসলমান টরন্টোবাসির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি ছিলো সত্যিই প্রশংসনীয়। পরিষদের সভাপতি লায়েকুল হক চৌধুরী এবং সাধারন সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।