চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে মাদকদ্রব্য ইয়াবাসহ মো. লিটন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। ১৮ এপ্রিল (মঙ্গলবার) বিকালে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরদিন বুধবার সকালে আদালতে সোপর্দ করেছেন। গ্রেপ্তারকৃত লিটন এওয়াজপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে ।
পুলিশ জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারীর তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক এস আই মো. সোলায়মান, এএসআই মো. মনিরুজ্জামান, এএস আই মো. শওকত, ও এএসআই ওমর ফারুকের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাট লিটনকে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে ৩১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এসময় এ সময় তার কাছ থেকে ৩১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এর আগে ৮০০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ বহুবার মাদক মামলায় গ্রেপ্তার হন এই যুবক লিটন। তার সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।