ঠাকুরগাঁওয়ে বিএনপির ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

পৌর শহরের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০ এপ্রিল) টিকাপাড়া ইসা খানের মিল মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান। বিতরণে অন্যান্যের মধ্যে অংশ নেন বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউপির সাবেক চেয়ারম্যান পয়গাম আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃদেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সহ দপ্তর সম্পাদক মোঃমেহেদী হাসান জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্ধন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন মানিক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিংহ, সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু প্রমুখ।

এ সময় অত্র ওয়ার্ড ও আশপাশের এলাকার প্রায় ২ শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন