প্রতিবেদন,প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) রাত ৮টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
পুনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাস গুপ্ত ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।