প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুনার এলাকার একটি মৎস্য খামারের পুকুরে বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২৫ এপ্রিল সকালে শ্রীমঙ্গল উপজেলার বরুনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সানোয়ার নামের বারো বছরের শিশু সকালে খামারের পুকুরে ভেসে থাকা মরা মাছ ধরতে গেলে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার ছিড়ে পানিতে পড়ায় এ দূর্ঘটনা ঘটেছে। সানোয়ার বরুনা গ্রামের দানু মিয়ার পুত্র। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করেছে পুলিশ।
শ্রীমঙ্গলে মৎস্য খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু
শেয়ার করুন