বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মোঃ ওমর (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সন্তানকে বাঁচাতে এগিয়ে আসলে গুরুত্বর আহত হয় মা আছমা বেগম। রোববার (২৩ এপ্রিল) উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ওমর ওই এলাকার সবুজ মুন্সির ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানান, বিকালে মোঃ ওমর বৈদ্যুতিক ফ্যানের কাছে গিয়ে দুষ্টামি করার সময় ছেঁড়া তারের সাথে জড়িয়ে পরে। এসময় তাকে তার মা বাঁচাতে গেলে সে বৈদ্যুতিক শক খেয়ে গুরুতর আহত হয়ে পরেন। পরে ঘটনাস্থলেই শিশু ওমরের মৃত্যু হয়। শিশুর মা আছমা বেগমকে স্থানীয়রা চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

দুলারহাট থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়েছি। বৈদ্যুতিক ফ্যানের ছেঁড়া তারের সাথে জড়িয়ে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে এবং তার মা গুরুত্বর আহত হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://www.facebook.com/jalalabadbarta/

শেয়ার করুন