শ্রীমঙ্গলে কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা


প্রতিবেদন,কাউছার আহমেদ রিয়ন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ম্যারিগোল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের এসএসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নে অবস্থিত মেরিগোল্ড কিন্ডারগার্ডেন এন্ড হাই স্কুল কতৃক আযোজিত পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার।
নরেন্দ্র নারায়ন চক্রবর্তী সভাপতিত্বে, ঐশি বিশ্বাস ও শিক্ষক সঞ্জিত বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বদরুল আলম শিপলু, ম্যারিগোল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা জামাল আহমেদ, জুয়েল আহমেদ, আওয়ামীলীগ নেতা আকবর আলী, আওয়ামীলীগ নেতা মো: আব্দুল মতিন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, ইউপি সদস্য মোহাম্মদ আলী, ইউপি সদস্য রঞ্জন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম নানু, হাজি শামিম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ শহিদুর রহমান, হাজি মো: দুলাল প্রমুখ। অনুষ্টানে অতিথি ও অভিভাবকরা প্রতিষ্টানটির প্রশংশা করেন।

শেয়ার করুন