নগরকান্দার পিআইওর বিরুদ্ধে ১৭% উৎকোচ নেওয়ার অভিযোগ

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির

ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল কবির এর বিরুদ্ধে টিআর, কাবিটা, কাবিখা সহ একাধিক প্রকল্পে ১৭% উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নগরকান্দা উপজেলার একাধিক জনপ্রতিনিধি বলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির দীর্ঘদিন নগরকান্দায় কর্মরত থাকার কারনে সকলের সাথে তার সুসম্পর্ক রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে টি আর, কাবিটা, কাবিখা সহ বিভিন্ন প্রকল্পে ১৭% উৎকোচ তিনি নেন। তার ১৫% তিনি একাই ভোগ করেন বাকি ২% তার সহযোগী অফিস কর্মচারীদের দেন।

জনপ্রতিনিধিরা আরও বলেন পিআইও আমাদের কাছ থেকে ১৭% উৎকোচ নেওয়ার কারনে আমরা প্রকল্পের সঠিক কাজ করতে পারি না। এজন্য আমরা জনগনের কাছে প্রশ্ন বৃদ্ধ হই। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য একাধিক প্রকল্প দিলেও এসব অসাধু কর্মকর্তার কারনে তা সম্পূর্ন করা সম্ভব হচ্ছে না।

এ বিষয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয় আমি কোন বক্তব্য দিতে পারব না। আমার উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে আপনাদের জানাব।

শেয়ার করুন