১ কেজি ৫০ গ্রাম গাজা ও ৫০ পিছ ইয়াবা সহ আটক ২

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, চরফ্যাসন থানা, ভোলার তত্ত্বাবধানে ০২টি পৃথক অভিযানে চরফ্যাসন থানাধীন পৌরসভা ০৭নং ও ৮নং ওয়ার্ড এলাকা থেকে ১ কেজি ৫০ গ্রাম গাজা ও ৫০ পিছ ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশের একটি চৌকস টিম।

বুধবার (২৬ এপ্রিল) এসআই সাইফুল ইসলাম, এসআই মোঃ নাজমুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স চরফ্যাসন থানাধীন পৌরসভা ০৭নং ওয়ার্ডস্থ আবুল কাশেম হাওলাদার বাড়ীর জনৈক তছলিম এর বসতঘর তল্লাশী করিয়া বসতঘরের চৌকির নিচ হইতে প্লাস্টিকের ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ৭০০ গ্রাম কথিত গাঁজাসহ আসামি ১। তাসলিম ও পৌরসভা ০৮নং ওয়ার্ডস্থ সামছল হক মেম্বার বাড়ী সংলগ্ন জনৈক মোশারফ হোসেন মিশু এর বসতঘর তল্লাশী করিয়া আসামী মোশারফ হোসেন মিশু পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট এবং তাহার হাতে থাকা বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ (তিন শত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন