মোঃ ফাহিম মোল্লা, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সাড়ে ছয় বছর পর গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ।
২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার রসুলপুর এলাকা থেকে শশীভূষণ থানার এএসআই আবুল কালাম সংগীয় ফোর্সের সহায়তায় আসামি মো. হোসেন,পিতাঃ নুর মোহাম্মদ, সাং- রসুলপুর, থানা- শশীভূষণ, জেলা- ভোলাকে গোপন সূত্রের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য স্ত্রীর করা মামলায় যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় ০৫ বছরের সাজা ও ১০হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন মো. হোসেন।