শ্রীমঙ্গল থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার


এম. মুসলিম চৌধুরীঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার হয়েছে।

বুধবার (৩ মে) রাতে এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই দুর্জয় সরকার ও এএসআই রাজু কুমার বিশ্বাস পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, লাহারপুর গ্রামের সম্ভু মোদকের ছেলে হৃদয় মোদক, সে শ্রীমঙ্গল থানার মামলা নং-০১ (০৫)২০২৩ এর এজাহারনামীয় আসামি।

আমরাইলছড়া চা বাগানের হরিপদ সরব এর ছেলে লালু সরব। সে জিআর-২১১/২২ (শ্রীমঙ্গল) এর পরোয়ানাভুক্ত আসামি। মাজদিহী পাহাড়ের মধু মিয়ার ছেলে রাসেল মিয়া। সে শ্রীমঙ্গল থানার মামলা নং-০৪(০৫)২০২৩ এর এজাহারনামীয় আসামি ও নেয়াগাঁও গ্রামের এলাছ মিয়ার ছেলে রাসেল মিয়া। সে শ্রীমঙ্গল থানার মামলা নং-০৩(০৫)২০২৩ এর এজাহারনামীয় আসামি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামিকে বুধবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন