মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
গতকাল বুধবার রাতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ৪ নং জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া এলাকার কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সমনা থেকে মাদক কারবারি পরিমল বর্ধনকে (৫৫) কে গ্রেপ্তার করেন। পরে পরিমল বর্ধনের সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার জানান, আটক পরিমল বর্মনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।