জুড়ী থানার অভিযানে হত্যা মামলার ৪ আসামিসহ গ্রেপ্তার ৭

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের দুটি পৃথক অভিযানে হত্যা মামলার ৪ আসামিসহ মোট ৭জন গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) মধ্যরাতে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন এর নির্দেশে এসআই অঞ্জন কুমার দাশের নের্তৃত্বে গোপন সুত্রে খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রত্যন্ত হাওড়ের হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ছিনু মিয়া, সুমন মিয়া, রাসেল মিয়া ও পারুল মিয়াকে গ্রেপ্তার করেন। এর আগে এ হত্যা মামলার আরো ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় জুড়ী থানা পুলিশ। তাদের একজন বিজ্ঞ আদালতে একজন ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

জুড়ী থানার অপর আরেকটি অভিযানে এসআই ফরহাদ মিয়ার নেতৃত্বে এএসআই মহি উদ্দিন, এএসআই কামাল বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে ৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ৭ আসামিদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন